সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট মহানগরীর শারদা স্মৃতি ভবনে সংস্কৃতিকর্মীদের উপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের যৌথ উদ্যোগে আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর মৌন মিছিল ও সাংস্কৃতিক সমাবেশ করা হবে।
শুক্রবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শারদা স্মৃতি ভবন এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহড়া কক্ষে সংস্কৃতিকর্মীদের এক জরুরি সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচি অনুযায়ী এ দিন বিকেল সাড়ে ৩টায় শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে মৌন মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
মৌন মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
জরুরি সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোকাদ্দেস বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা নাজনীন হোসেন ও আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন ও শামসুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অর্ধেন্দু দাস, সভাপতি রজত কান্তি গুপ্ত, সাবেক সভাপতি অনুপ দেব, পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই, নবশিখা নাট্য দলের সংগঠক ধ্রুবজ্যোতি দে প্রমুখ।
বক্তারা এই হামলাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন।
এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংস্কৃতিকর্মীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহড়া কক্ষে যান।
তিনি শারদা স্মৃতি ভবনে সংস্কৃতিকর্মীদের উপর বিএনপি কর্মীদের হামলার তীব্র নিন্দা করেন।
মহানগর আওয়ামী লীগ সভাপতি এই হামলাকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার অংশ বলে অভিহিত করেন।
Leave a Reply