নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩টি গ্যাস ক্ষেত্রে মঙ্গলবার রাত ১২টা থেকে গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। ফলে গ্যাস সরবরাহ করতে পারছেনা সিএনজি ফিলিং স্টেশনগুলো। এতে সিলেট গ্যাস ক্ষেত্র, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র ও তিতাস গ্যাস ক্ষেত্রের আওতাভুক্ত এলাকায় গাড়ি ব্যবহারকারীরা দারুণ বিপাকে পড়েছেন।
ইদের পরপরই আকস্মিক সিএনজি ফিলিং স্টেশনগুলোর গ্যাসশূন্য হয়ে পড়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেকে পরিকল্পনা মাফিক ঘুরাফেরা করতে পারছেন না। নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরা নিয়েও বেশ দুশ্চিন্তায় আছেন।
বুধবার রাত ১২টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Leave a Reply