সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের আহ্বান জানিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখা শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে লিখিত বক্তব্য রাখেন, সুজন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী হায়দার, সমন্বয়কারী আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শাহীনা চৌধুরী রুবি, সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, নূরুল হাসান আতাহার, আবু সাইদ ও ফজলুল করিম সাঈদ।
সংবাদ সম্মেলনে, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি দলের প্রার্থীরা যেন মাঠে সমান সুযোগ পান, সেদিকে প্রশাসনকে খেয়াল রাখার আহবান জানানো হয়।
Leave a Reply