নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রার লক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটে মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুননেসা হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের জেলা আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল।
Leave a Reply