মৌলভীবাজার প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নিবাচনের তফসিল ঘোষণা করায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নিবাচন কমিশনারের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আওয়ামী লীগের জেলা সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অজয় সেন, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, ছাত্রলীগের সভাপতি আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদ।
Leave a Reply