বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী ৫ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন হতে হয়। না হলে সরকারের বৈধতা থাকেনা। কিভাবে নির্বাচন হবে সেটা সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনই ঠিক করবে।
তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তি বা দলের জন্য কোনো নির্বাচন কখনও বন্ধ হয়নি।
পরিকল্পনা মন্ত্রী জানান, ইনশাল্লাহ আগামী চার-ছয় মাসের মধ্যে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে। এখন অবস্থা অনেকটাই ভাল।
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় এবং সুরমা উচ্চবিদ্যালয় ও কলেজের চার তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
Leave a Reply