সুনামগঞ্জ প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার আইনের সরকার, সংবিধানের সরকার। দেশে একটি সাংবিধানিক সরকার থাকা অবস্থায় মধ্যবর্তী কোন নির্বাচনের সম্ভাবনা নেই। জনগণও মধ্যবর্তী কোন নির্বাচন চায়না। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সময়মত সংবিধান মোতাবেকই হবে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে বাংলাদেশের উন্নয়নের জন্য। আওয়ামী লীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ এগুচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এখলাছুর রহমান। আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলমগীর কবির, আবুল বাসার মো মাসুক মিয়া ও বদরুন নেছা একাডেমির ভবনদাতা আবুল লেইছ।
Leave a Reply