ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে সংবাদপত্র হকার্স মিনি ফুটবল কাপ প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে এমসি কলেজ মাঠে সাপ্তাহিক সিলেটের চাকরির খবর ও শাকিল ফাইভ স্টারের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
এতে সাপ্তাহিক সিলেটের চাকরির খবরকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় শাকিল ফাইভ স্টার। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন।
খেলা পরিচালনা করেন, দেলোয়ার হোসেন দিলু ও মাসুক গাজী।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন, সংবাদপত্র হকার্স সমিতির সাবেক সভাপতি শাহ আলম, বর্তমান সম্পাদক শাহ আলম, সংবাদপত্র এজেন্ট এমদাদ হোসেন ও মফিজ দেওয়ান।
Leave a Reply