আল আজাদ : ২২ মার্চ সোমবার সংবাদপত্রে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি ছাপা হয়।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ পরদিন ভোরে ঘরে ঘরে এই পতাকা উত্তোলনের জন্যে জনগণের প্রতি আহবান জানায়।
এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, এত মিছিল একদিনে এর আগে কখনো ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে যায়নি। বাসভবনে আগত মিছিলকারী জাগ্রত বীর বাঙালির উদ্দশ্যে একদিনে এতবার বঙ্গবন্ধুকে বক্তৃতা দিতে হয়নি। মিছিলের সে কি দুরন্ত দোল, কণ্ঠের সেকি উত্তাপ, স্লোগানে শপথের সে কি বজ্র নির্ঘোষ।
মিছিলকারী জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন, ‘আমরা রক্ত দিয়ে হলেও আপনাদের রক্তের ঋণ শোধ করবো।’
রাষ্ট্রপতির ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে একান্তে বঙ্গবন্ধু আলোচনায় মিলিত হন। এ আলোচনা ৭৫ মিনিট স্থায়ী হয়।
সেনাবাহিনীর প্রাক্তন বাঙালি সদস্যদের উদ্যোগে ‘প্রাক্তন সৈনিক সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। তারা ইতঃপূর্বে বঙ্গবন্ধু আহুত অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
প্রাক্তন সৈনিক সংগ্রাম পরিষদের উদ্যোগে শহিদমিনার ও বায়তুল মোকারম সহ বিভিন্ন স্থানে জনসভা অনুষ্ঠিত হয়। তারা মিছিলও বের করেন।
বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে কলম-তুলি-কণ্ঠ সংগ্রাম পরিষদ ‘দুর্জয় বাংলা’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মৌলভীবাজারে বিক্ষুব্ধ শিল্পী-সাহিত্যিকরা মিছিল নিয়ে রাজপথে নামেন। এতে নেতৃত্ব দেন, মুজিবুর রহমান মুজিব, এনআই আজিজুল হক ইকবাল, আ খ ম সুজাউল করিম, নওরোজ আহমদ প্রমুখ।
এছাড়া কমলগঞ্জে দু’জনকে গ্রেফতারের প্রতিবাদে মহকুমা প্রশাসকের বাংলো ঘেরাও করা হয়।
Leave a Reply