শাল্লা প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সাতপাড়া বাজারে শুক্রবার (৩১ জানুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন ও যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, শামীম মিয়া, বাউল নিজাম উদ্দিন, জেলা কৃষক দল নেতা আমিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুবদল নেতা অরজিত বাবু ও শাল্লা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মাহবুব হোসেন শিশু।
বক্তাগণ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।