নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত মামলায় বাদি পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের ব্যাপারে যে মন্তব্য করেছেন তা অন্তঃসারশূন্য এবং আইন ও সংবিধানের পরিপন্থী।
শনিবার সকালে সিলেটে সাংবাদিকদের সাথে ষোড়শ সংশোধনী বাতিলের ব্যাপারে অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রীর শুক্রবার সিলেটের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, সংবিধানের ‘ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে ততবার জাতীয় সংসদে সংশোধনী পাস করা হবে।’
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সর্বোচ্চ আদালতের রায় সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যটি তার ব্যক্তিগত। সরকারি দল এখনো এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
তিনি বলেন, অর্থমন্ত্রী সংবিধান মনেপ্রাণে ধারণ করেননা বলেই এমন মন্তব্য করেছেন। তিনি পত্রিকার খবর প্রভাবান্বিত হয়ে এ মন্তব্য করেছেন। তার এ মন্তব্য গ্রহণযোগ্য নয়।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ই চূড়ান্ত। অর্থমন্ত্রীর বক্তব্য সুপ্রিম কোর্ট সম্পর্কে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হলে সংবিধানের মূলধারা ব্যাহত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং রাষ্ট্রব্যবস্থায় মারাত্মক প্রতিক্রিয়া হবে।
Leave a Reply