নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রতিবাদে সিলেটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমাবেশ করেছে।
রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে পিপি মিসবাহ উদ্দীন সিরাজ, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, জিপি কে এম এম জালাল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ময়নুল ইসলাম, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট রাজ উদ্দিন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
Leave a Reply