সুনামগঞ্জ প্রতিনিধি : জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমের নেতৃত্বে ব্যতিক্রমী নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৩ অক্টোবর সকালে কয়েকশ নৌকার বহর তাহিরপুর থেকে জামালগঞ্জ ও মধ্যনগর হয়ে ৪০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে নৌযাত্রা ধর্মপাশা বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ধর্মপাশায় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সদস্য সুশীল চন্দ্রের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন আহমদ, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক শফিক উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম বলেন, বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির একাট্টা হয়ে আন্তর্জাতিক শক্তির আর্শীবাদ নিয়ে দেশ ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে।
তিনি এই অপতৎপরতা রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে উন্নয়নধারা এগিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’য় ভোট দেওয়ার আহবান জানান।
Leave a Reply