নিজস্ব প্রতিবেদক : শ্রীহট্ট সাহিত্য পরিষদ নির্মিত ভবন ভেঙ্গে ১২ তলা বিশিষ্ট সুরমাভ্যালি স্কাউট ভবন নির্মাণ প্রকল্প গ্রহণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছ।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রীহট্ট সাহিত্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল মোকদ্দমা বিচারাধীন ও স্থিতাবস্থার আদেশ বলবৎ থাকা অবস্থায় বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল অতিসম্প্রতি বহুতল ভবন নির্মাণের কার্যক্রম শুরু করেছে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ব্যারিস্টার আরশ আলী, কমরেড ধীরেন সিংহ, ড আবুল ফতেহ ফাত্তাহ, কবি এ কে শেরাম, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক সর্ব্বানী অর্জুন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
Leave a Reply