আনোয়ার হোসেন জসিম, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উদ্যোগে রেল লাইনের উপর দিয়ে চলাচল করা কিংবা আড্ডা দেয়া, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা এবং অসতর্কভাবে রেলওয়ে লেভেল ক্রসিং পারাপারের ফলে সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধ কল্পে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর মো আব্দুল আহাদ ও প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ।
সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমির হোসেন, মোহনা টেলিভিশন প্রতিনিধি আতাউর রহমান কাজল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি দিপংকর ভট্টাচার্য লিটন, সমকাল প্রতিনিধি শামিম আক্তার হোসেন মিন্টু, দৈনিক ইনকিলাব সংবাদদাতা ও সাপ্তাহিক শ্রীভূমির ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন জসিম, সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মুজিবুর রহমান প্রমুখ।
Leave a Reply