মৌলভীবাজার প্রতিনিধি : ঢাকার উত্তরা থেকে নিখোঁজের ২ দিন পর জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সহ সভাপতি রোকুনুজ্জামানকে পুলিশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে।
বুধবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। বিকেল ৪টায় মৌলভীবাজারের পুলিশ সুপার তার কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
মেয়র পুলিশকে জানিয়েছেন, সোমবার তার ভাড়া বাসা থেকে কিছুক্ষণের জন্য বের হন তিনি। এরপর কালো রংয়ের একটি মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়। আর তিনি কিছু বলতে পারেন না। বুধবার দুপুরে কে বা কারা তাকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ফেলে রেখে যায়।
এ সময় এক নিরাপত্তা কর্মী তাকে পেয়ে তার পরিচয় জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে পুলিশকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে উদ্ধার করে।
রোকুনুজ্জামান রোকন নিখোঁজ দাবি করে ঐদিনই উত্তরা পশ্চিম থানায় তার বড়ভাই সাইফুল ইসলাম টোকন সাধারণ ডায়েরি করেন।
Leave a Reply