মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘন কুয়াশার কারণে জরুরি অবতরণের সময় একটি বেসামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ ৪ জন আহত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় দিকে হেলিকপ্টার শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্প এলাকায় জরুরি অবতরণের সময় ছিটকে পড়ে দুর্ঘটনায় পতিত হয়।
এতে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রান্ড সুলতান রিসোর্টে পাঠানো হয়েছে।
তারা শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান রিসোর্টে একটি অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন।
হবিগঞ্জ প্রতিনিধি : একটি প্রাইভেট হেলিকপ্টার হবিগঞ্জে লুকড়া হাওরে জরুরি অবতরণ করেছিল। এ সময় কয়েক হাজার উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ মিয়া জানান, বুধবার দুপুরে একটি প্রাইভেট হেলিকপ্টার এএফওয়াইএস-২ ঢাকা থেকে বাহুবল উপজেলার রিসোর্ট দি প্যালেসে যাচ্ছিল; কিন্তু ঘন কুয়াশার কারণে নিশানা হারিয়ে সদর উপজেলার লুকড়া হাওরে জরুরি অবতরণ করেন।
দেড়ঘণ্টা পর হেলিকপ্টারটি পুনরায় দি প্যালেসের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
Leave a Reply