মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়ে শ্রীমঙ্গলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমেদ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রির সভাপতি কামাল হোসেন।
সেমিনারে মুখ্য সচিব নজিবুর রহমান শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান।
Leave a Reply