মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে দিনভর ভারি বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে নাহিদা আক্তার নামের ৮ বছরের এক শিশু মারা গেছে। গুরুতর আহত হয়েছে তার ৪ বছরের বোন নাঈমা আক্তার। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে
এলাকার লোকজন জানায়, আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল ধসে প্রতিবেশী আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া সহ তার দুই মেয়ের উপরে পড়ে যায়। আশেপাশের লোকজন মাটি সরিয়ে নাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় নাঈমা আক্তারকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে পাঠান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply