মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ দিন ধরে ‘রাজলক্ষী’ নামের একটি হাতি মাটিতে পড়ে আছে।
নরসিংদী থেকে কমলগঞ্জ যাবার পথে রাতের বেলা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন কার্যালয়ের কাছে ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে ‘রাজলক্ষী’। তবে ছোট ছোট পাথরের স্তপের উপর পড়ে গিয়েও প্রথমে কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছিল ৩ টন ওজনের বিশাল আকৃতির হাতিটি; কিন্তু রাস্তা দিয়ে কিছু দূর গিয়েই মটিতে পড়ে যায়।
ট্রাক থেকে পড়ার সময় ‘রাজলক্ষী’র কোমরে ছোট লাগায় এবং পা ভেঙে যাওয়ায় উঠে দাঁড়াতে পারছেনা।
খবর পেয়ে শুক্রবার রাতে ছুটে এসেছেন হাতির মালিক সিরাজুল ইসলাম। এরপর থেকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দফতরের সহকারী ভেটেরিনারি সার্জনকে দিয়ে ‘রাজলক্ষী’র চিকিৎসা করানো হচ্ছে।
Leave a Reply