মৌলভীবাজার প্রতিনিধি : শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় একজন আহত হন।
শনিবার ভোররাতে শ্রীমঙ্গল শহরতলির উত্তর ভাড়াউড়া এলাকার ব্যবসায়ী আলফু মিয়ার বাসার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এ সময় গৃহকর্তা আলফু মিয়া ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে পা ভেঙ্গে দিয়ে তার লাইসেন্স করা বন্ধুকটি নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার মো জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডাকাতরা মালামাল না নিয়েই পালিয়ে যায়। একটি ধানি জমি থেকে আলফু মিয়ার বন্ধুকটি উদ্বার করা হয়েছে।
একই দিন রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা চৌধুরীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
শেষ রাতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের সামনের কেসি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারে সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
খবর পেয়ে সকাল ৯টায় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
Leave a Reply