নিজস্ব প্রতিবেদক : প্রতিপক্ষকে ফাঁসাতে মৌলভীবাজারে চাচা পরিকল্পিতভাবে প্রতিবন্ধী আপন ভাতিজাকে হত্যা করেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ হত্যাকাণ্ডটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর গ্রামে গত বছরের জুনে। পুলিশ ঘাতক চাচা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গত বছর ২৪ জুন যৌথ পুকুর নিয়ে বিরোধের জের ধরে দুই প্রতিবেশী আরবেশ আলী ও আব্দুল খালিকের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরবেশ আলীর ১৮ বছরের প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেন খুন হয়েছে বলে অভিযোগ করে তার পিতা শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
মামলাটি অধিকতর তদন্তের জন্য গত নভেম্বরে পিবিআইর কাছে যায়। তদন্তের এক পর্যায়ে পিবিআই আরিফ হোসেনের চাচা ইয়াকুত আলীকে আটক করে। পরে ইয়াকুত আলী প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআইর অতিরিক্ত পুলিম সুপার শাহাদাত হোসেন জানান, ইয়াকুত আলী ঘটনার দিন আরিফ হোসেনকে আহত বলে প্রচার করে অটোরিক্সায় তুলে চিকিৎসার জন্যে নিয়ে যাবার পথে হত্যা করে।
এ ঘটনায় গ্রেফতার ইয়াকুত আলী ও তার অন্যতম সহযোগী তোফায়েল আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply