মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্র চালু হয়েছে।
সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে এই নিলাম কেন্দ্র চালু হওয়ায় চা পরিবহণে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি এ অঞ্চলের চায়ের গুণগত মানও অক্ষুন্ন থাকবে বলে সংশ্লিষ্ট সবাই আশা করছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশ্বাস দিয়েছেন, এই চা নিলাম কেন্দ্রের কার্যক্রম জানুয়ারি মাস শুরু হবে।
শুক্রবার বিকেলে এই চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শ্রীমঙ্গল টি প্ল্যান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের আহবায়ক ড এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম, সাংসদ সৈয়দা সায়রা মহসীন ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।
Leave a Reply