বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : শারদীয় দুর্গোৎসবে সোমবার ছিল মহাঅষ্টমী। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি ছিল অন্যরকম-অনেক বেশি রঙিন। এর কারণ কুমারীপূজা, যা সব জায়গায় হয়না।
সকাল ১০ টা ৪৫ মিনিটে উপজেলার রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে মহাঅষ্টমী তিথিতে দেবী দুর্গার রুদ্রানী রূপে পূজা করা হয় ১১ বছরের কুমারী নন্দিনী চক্রবর্তী অর্পাকে। সে বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্ত্তীর মেয়ে এবং জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। পূজায় পৌরহিত্য করেন অসিত ভট্টাচার্য ও কমলাপদ চক্রবর্তী।
পুরোহিত অসিত ভট্টাচার্য জনান, শাস্ত্রমতে মুনি-ঋষিরা কুমারী মেয়েকে প্রকৃতির সমান মনে করতেন এবং প্রকৃতি থেকেই এ জীবজগতের সৃষ্টি। সনাতন ধর্মে প্রকৃতি পূজার প্রচলন রয়েছে। তাই দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করা হয়।
এবার কুমারী মাতার আসনে অধিষ্ঠিত নন্দিনী চক্রবর্তী অর্পা শ্রীমঙ্গলের ১৫ তম কুমারী, যাকে দেবী দুর্গার রুদ্রানী রূপে পূজা করা হয়।
Leave a Reply