আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট-ইরির তত্ত্বাবধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আমানতপুর গ্রামে ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবির সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলার আমানতপুর গ্রামের কৃষাণী লাভলী আক্তারের জমিতে শস্য কর্তন করা হয়।
এই প্রদর্শনীতে ৫ প্রকার (ব্রি ধান-৯৬, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৪, ব্রি ধান-৬৭ ও ব্রি ধান-২৮) জাতের ধানের চাষ করা হয়। কৃষাণী লাভলী আক্তার ব্রি ধান-৯৬, ব্রি ধান-৮৮ ও ব্রি ধান-৬৭ জাত বেশি চাষ করেছেন।
ইরির বাস্তবায়নাধীন নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দিপালী পাল, এফআইভিডিবির প্রজেক্ট অফিসার মো সাইফুল ইসলাম ও কৃষক আব্দুল জলিল।
ইরি এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৫টি জাত দ্বারা এ প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে হেড টু হেড প্রদর্শনী স্থাপন করে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply