বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবারসহ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো মুন্না মিয়া ও শাহিন মিয়া উরফে দানা মিয়া।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত দাস ও এসআই আসাদুর রহমানসহ পুলিশের একটি দল মঙ্গলবার মধ্যরাতে ফিনলে কোম্পানির রাবার বাগানের ভিতর অভিযান পরিচালনা করে। এ সময় মুন্না মিয়া ও শাহিন মিয়া উরফে দানা মিয়াকে গ্রেফতার করা হয়।
মুন্না মিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে। শাহীন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। তার বাবার নাম তায়েব মিয়া।
অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও ১৪/১৫ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply