মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে অর্থবছরের প্রথম চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে প্রথমদিনে ৩৫ হাজার কেজি চা বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার অনুষ্ঠিত এ নিলামে দেশের নানা প্রান্ত থেকে চা পাতার ক্রেতা ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।
টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ব্রোকার হাউজ অংশ নেয়।
এবারের নিলামে কেজি প্রতি চায়ের সর্বোচ্চ দাম উঠে ৩০০০ টাকা। বৃন্দাবন চা বাগানের রোজ টি এই দাম পায়।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই সংশ্লিষ্ট সবাই চা পাতা উত্তোলন ও বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করছেন।
উল্লেখ্য, দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই ৯২টি। এ অঞ্চলে উৎপাদিত চা আগে চট্টগ্রামে নিলাম হতো। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালে এখানে আনুষ্ঠানিক নিলাম কার্যক্রম শুরু হয়।
Leave a Reply