শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আল-আমিন শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষক বাতায়নে ‘সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা’ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ফলাফল প্রকাশিত হয়। এ নিয়ে তিনি ২য় বারের মতো দেশসেরা হলেন।
শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের একটি জনপ্রিয় পোর্টাল। স্কুল, কলেজ ও মাদরাসা মিলিয়ে যার বর্তমান সদস্য সংখ্যা ১,৩৫,৫০২ জন। এই পোর্টালটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ টু আই’ পরিচালনা করে থাকে।
বাতায়নের সদস্যগণ প্রতিদিন শত শত ডিজিটাল কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করে থাকেন। আপলোডকৃত কন্টেন্ট থেকে সপ্তাহে তিনজনকে সেরা নির্বাচন করা হয়।
এ সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ আল-আমিন স্বাধীন বলেন, ‘আইসিটি উপর তিনি এডভান্স আইসিটি কোর্সে ৪৬ দিনের প্রশিক্ষণ সহ মোট ৮টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই প্রশিক্ষণের পর পরই তিনি বাতায়নে সেরা হওয়ার জন্য চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তিনি সফলতা অর্জন করেন। তিনি মৌলভীবাজার জেলার আইসিটি মাস্টার ট্রেইনারও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস জানান, এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করতে পারেন। বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হয়ে থাকে।
শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্বাশিপের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহ আরো অনেকেই আল-আমিনকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply