জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট গিয়ে শেষ হয়।
পরে কোর্ট পয়েন্টে এক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।
তারা বলেন, শ্রমিক লীগ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, নাজমুল আলম রোমেন, ফরহাদ হোসেন, সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু, সদস্য শাহ আলম, আফিফুর রহমান আফিক, জালাল উদ্দিন, আতিয়ার রহমান, কুনু মিয়া, শাহীন আহমদ, আব্দুর রহমান কাঞ্চন, আব্দুল মান্নান, কয়েস আহমদ, মুন্না আহমদ, জহিরুল ইসলাম, সাকিল তালুকদার, শেখ সেলিম, রিপন হাওলাদার, ফাহিম আহমদ চৌধুরী, মাসুদ করিম জুয়েল, আব্দুল মালেক তালুকদার, মো শফিউল ইসলাম, আজাদুল ইসলাম, খলিল আহমদ, আলম উল্লাহ, আব্দুল হামিদ, মুহিবুর রহমান চৌধুরী, আবু তাহের, আব্দুল জলিল, জাহাঙ্গীর খান, শাহাদত হোসেন, সুমন আহমদ প্রমুখ।
Leave a Reply