শ্রমিক লীগকে কটুক্তির প্রতিবাদে এবং জাকারিয়া-ফলিকের অবৈধ চাঁদাবাজি ও ঘন ঘন পরিবহণ ধর্মঘটের হুমকির বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে মিছিলটি রেজিস্টারি মাঠ হতে শুরু করে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রেজিস্টারি মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
সমাবেশে বক্তারা বলেন, জাকারিয়া আহমদ ও সেলিম আহমদ ফলিক পরিবহণ সেক্টরকে ব্যবহার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার লক্ষ্যে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।
বক্তারা বলেন, জাকারিয়া-ফলিক শ্রমিক লীগকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। জামায়াত-বিএনপির সন্ত্রাসী দ্বারা গুরুতর আহত করেছেন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে; কিন্তু প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।
তারা অবিলম্বে জাকারিয়া-ফলিকদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের শ্রমিকদেরকে নিয়ে ব্যাপক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply