খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে খোজারখলার বাসিন্দা সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডে বাবনা পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ২৫ নম্বন ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি মজনু উদ্দীন, সাধারণ সম্পাদক আজমল আলী, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেমিম, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সমাজসেবী আব্দুস সত্তার, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা হেলাল আহমদ, সুহেদ আহমদ, আমিন, মনসুর আলম, কাইস্তরাইল সমাজকল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেল ও কামালবাজার টেম্পু স্ট্যান্ডের সাবেক সভাপতি শিপন আহমদ।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান।
Leave a Reply