সিলেট বিভাগ সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
সোমবার দুপুরে দক্ষিণ সুরমার পুরাতন স্টেশন রোডে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভার পরিবহণ সেক্টরকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে শ্রমিক ইউনিয়নগুলোকে রাজনীতিকরণের অপচেষ্টা সহ পরিবহণ শ্রমিকদের বিভিন্ন সমস্যার আলোকে ৮ দফা দাবি উপস্থাপন করা হয়।
এসব দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ, এসএমপির পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হবে।
২০ মের মধ্যে উত্থাপিত দাবি বাস্তবায়নে কোন সুরাহা না হলে ২১ মে ভোর ৬টা থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহণ ধর্মঘট শুরু হবে।
সিলেট বিভাগ সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭) সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শ্রমিক নেতা রকিব উদ্দিন রফিক, কাজী মলাই মিয়া, আজাদ মিয়া, খলিল খান, মতছির আলী, সাহার উদ্দিন, দিলু মিয়া, আব্দুস সালাম, আব্দুল গফুর, আইয়ুবুর রহমান, আফতাব মিয়া, নূর উদ্দিন, আজাদুর রহমান অদুদ, রুনু মিয়া, ইজ্জাদুর রহমান, শামীম আহমদ, পাভেল আহমদ, ইবাদুর রহমান, সুন্দর আলী খান, শাহাব উদ্দিন, ইনছান আলী এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতা মামুনুর রশীদ ও পলক আহমদ।
Leave a Reply