মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এবং ঈদুল ফিতরকে সামনে রেখে চলমান লকডাউনে কর্মহীন থাকা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীদের মাঝে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল নেতৃবৃন্দের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, অন্যতম নেতা এম মখলিছ খান, আব্দুস শহীদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply