নিজস্ব প্রতিবেদক : চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমিক-কৃষক-জনগণকে রেশন দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় গণতান্তিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদমিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় ছাত্রদল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, হাবিব হোসেন, ইমান আলী ও হাসান। পরিচালনায় ছিলেন, এনডিএফের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম।
Leave a Reply