বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও সদস্য মহিতোষ দেব মলয়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি হৃদেশ মুদি ও সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম।
বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা এবং আর্মি রেটে রেশনিং, গণতান্ত্রিক শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন চালুর দাবি জানান।
সমাবেশ শেষে একটি মিছিল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
Leave a Reply