সুনামগঞ্জ প্রতিনিধি : বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কামান্ডের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারের সামনে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় শহিদমিনারে জেলা প্রশাসক দিদারে আলম মো মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো এহসান শাহ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
হবিগঞ্জ প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড নিজস্ব কার্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ।
এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যও অর্পণ করা হয়।
Leave a Reply