নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ছিল বিশ্ব ডিম দিবস। নানা কর্মসূচিতে সিলেটেও দিনটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ বিভাগ আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি,এনিমেল বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড রাশেদ হাসনাত। প্রবন্ধ উপস্থাপন করেন, সিকৃবির পোলট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড ইউসুফ মিয়া। সভাপতিত্ব করেন, প্রাণী সম্পদ বিভাগের উপ পরিচালক ডা গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম।
এর আগে একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply