জকিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার শহীদদের স্মরণে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা ও পৌর কৃষক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
কৃষক লীগের উপজেলা সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও পৌর সভাপতি কামরুল আহমদ মিন্টুর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌর সভাপতি আব্দুল গলি, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, এম এ জি বাবর, আব্দুস সালাম, জামাল আহমদ মুনিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট বেলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, যুবলীগ নেতা ফয়েজ আহমদ, আব্দুল কাইয়ুম, ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা বাবর হোসেন, মেহেদী হেলাল, শেখ আব্দুল্লাহ ও শামীম আহমদ কালা।
Leave a Reply