জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী হকার্স লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর তালতলায় গুলশান সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাতীয় শ্রমিক লীগের মহানগর সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
মহানগর হকার্স লীগের আহবায়ক মো রকিব আলীর সভাপতিত্বে ও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রেজানুর রহমান সেলিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মোশারফ হোসেন জাকির, আবুল বাশার, আল মামুন টিপু, আবদুল জলিল লেবু, রাসেলুজ্জামান, আব্দুল করিম পাকি ও ফায়েকুজ্জামান মাস্টার।
দোয়া পরিচালনা করেন, তেলিহাওর-তালতলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব আহমদ শিহাব।
Leave a Reply