সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগস্টের অন্যান্য স্মরণীয় দিন পালন উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ। দুপুর ১২টায় চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শোক মিছিলসহ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এরপর দরগাহগেইটে মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আলোচনা সভা, খতমে কুরআনের দোয়া এবং অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শিরনী বিতরণ।
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদের নিচতলায় মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
৭ আগস্ট গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম আলী স্মরণে স্মরণসভা ও এই গ্রেনেড হামলায় আহতদের স্মৃতিচারণমূলক সভা গুলশান হোটেলের ৩য় তলায় হলরুমে সন্ধ্যা সাড়ে ৭টায়।
৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদের নিচতলায় মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন।
২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে দুপুর ২টায় চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল, যা ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হবে ।
সকল কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ এবং
ও ৪২টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন আহবান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply