হবিগঞ্জ প্রতিনিধি : শোকের মাস আগস্ট উপলক্ষে হবিগঞ্জ শহরতলির জালালাবাদ এলাকায় প্রতিষ্ঠিত আলেয়া জাহির কলেজ ক্যাম্পাসে সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশন উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুমের সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক মো লোকমান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও কলেজের দাতা সদস্য আলেয়া জাহির। বিশেষ অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম দাশ, সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের উপদেষ্টা অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো সলিম উল্লাহ, আলেয়া জাহির কলেজের প্রভাষক রাইম ইমাম, ফাউন্ডেশনের সহসভাপতি মো ফজলু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো মনসুর আহমেদ ইদু।
এছাড়াও বক্তব্য রাখেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন ও সাংবাদিক সৈয়দ রাশদুল হক।
Leave a Reply