মৌলভীবাজার প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকাবহ আগস্টের প্রথম দিনে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু সহ পনেরাে আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন।
বক্তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে চেয়েছিলো; কিন্তু পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে।
তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
Leave a Reply