জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের জেলা সভাপতি ফয়সল আহমদ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাত চৌধুরী। সভাপতিত্ব করেন, সংগঠনের মহানগর সভাপতি আলী আশফাক। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আজিজ ও জেলা সাধারণ সম্পাদক পিংকু ধর।
Leave a Reply