সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্গণ, আবৃত্তি ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকেলে মহানগরীর শাহী ঈদগা এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এতে বিপুল সংখ্যক শিশু-কিশোর-তরুণ অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম।
Leave a Reply