নিজস্ব প্রতিবেদক : প্রতিটি শিশু যাতে শৈশব থেকেই গণতন্ত্র চর্চার হাতেখড়ি নিতে পারে সেজন্যে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ২০১১ সালে এ নির্বাচন শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে পরীক্ষামূলক নির্বাচন আরম্ভ হয় ২০১৫ সালে। এরই ধারাবাহিকতায় এ বছর ৩০ মার্চ সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-মাউশি সিলেট অঞ্চল আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৭ শীর্ষক এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সোমবার সকালে সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, ব্যানবেইসের ডিএলপি শাখার প্রধান এস এম মোর্শেদ বিপুল ও মাউশি সিলেট অঞ্চলের উপ পরিচালক তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন উপ পরিচালক প্রতাপ চৌধুরী।
পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা নেতৃত্বের বিকাশের প্রয়োজনে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনর পথ তৈরি করবে।
অবহিতকরণ সভায় সিলেট বিভাগের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষক, ব্যবস্থাপনা পরিষদ সভাপতি, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
Leave a Reply