সাংস্কৃতিক প্রতিবেদক : মানবিক সাধনায় সিলেটে আয়োজিত ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব শেষ হয়েছে।
শুক্রবার মধ্যরাতে বাউল শফি মণ্ডলের পরিবেশনার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মিলনমেলার সমাপ্তি ঘটে। এর আগে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনা দর্শক-শ্রোতাদের প্রায় এক ঘণ্টা বিমোহিত করে। রবীন্দ্র সংগীতের পর তিনি রাধারমণের একটি গানও গেয়ে শোনান।
রেজওয়ানা চৌধুরীর বন্যার মঞ্চে আসার আগে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের সেতার, গিটার ও তবলার সংমিশ্রণে দলীয় যন্ত্রসংগীত অন্যরকম আবহ তৈরি করে।
সমাপনী দিনে ছিল উপচেপড়া ভিড়। এক পর্যায়ে প্রধান ফটক খুলে দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply