নিজস্ব প্রতিবেদক : অমর একুশের মাস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত পক্ষকালব্যাপী বইমেলা শুক্রবার রাতে শেষ হয়েছে।
তবে বিকেলেই সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মূল মঞ্চে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধ পাঠাগারের জন্যে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদের হাতে বন্ধুসভার পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার কামরুল আমিন। সভাপতিত্ব করেন, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। এছাড়াও ভারতের তিন জন লেখক-সংগঠক সহ সিলেটের সাহিত্য-সংস্কৃতি জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেব্রুয়রির প্রথমদিন থেকে সিলেট বইমেলা শুরু হয়। সিলটিভি রিফাত এন্ড কোম্পানির সৌজন্যে প্রতিদিন বইমেলা সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply