সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শতবর্ষী নাট্যমঞ্চে আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসব শেষ হয়েছে।
উৎসবের শেষদিন বৃহস্পতিবার সন্ধ্যায় মালনীছড়া নাটমন্দিরে নাটক মঞ্চস্থ হয়। এতে ছিল, থিয়েটার একদল ফিনিক্সের ‘শিকল’, থিয়েটার সিলেটের ‘আদিম পৃথিবীর আহ্বান, জেলা শিল্পকলা একাডেমি ‘ঘরের শত্রু’ ও থিয়েটার মুরারীচাঁদের ‘লেবার লাইন হল্ট’।
নাট্যোৎসবে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। ও জেলা শিল্পকলা একাডেমির রবিউল আহমদ রনি।
Leave a Reply