মাধবপুর প্রতিনিধি : পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার বিএনপি প্রার্থী একজন। অন্যদিকে আওয়ামী লীগ থেকে শ্রীধাম দাশ গুপ্তকে মনোনয়ন দেওয়া হলেও দলের অপর দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
পৌর নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে নাগরিকদের মাঝে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোটপ্রার্থনা। নানান ঢংয়ের গান গেয়েও ভোটারদের মন জয়ের চেষ্টা করা হচেছ। চায়ের দোকান থেকে সর্বত্র নির্বাচনী আলোচনা ছাড়া যেন কিছু নেই।
বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দলের সাবেক উপজেলা সভাপতি শাহ্ মোহাম্মদ মুসলিম এবং সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান মেয়রের ভাই পংকজ কুমার সাহা। একারণে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। ভোটের হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে।
মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো মনিরুজ্জামান জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
Leave a Reply