নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কে বাস চাপায় এক পুলিশ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন দুই জন। রবিবার ভোর রাত ৩টা ৫০ মিনিটে শেরপুর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, একটি বাস কর্তব্যরত অবস্থায় তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। তার নাম রাকিব আলী রানা (২০১৮ সালের দ্বিতীয় ব্যাচ)। আহত হন কামরান আহমদ (২০১৮ সালের ২০ ব্যাচ) ও আনিস আহমেদ (২০১৮ সালের ১৪ ব্যাচ)। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply